বিশ্ব শিক্ষক দিবসে 'শিক্ষক সম্মাননা' দিবে আইইআর


Dhaka | Published: 2020-10-05 02:08:23 BdST | Updated: 2024-05-11 22:34:57 BdST

প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয় 'বিশ্ব শিক্ষক দিবস'। বরাবরের মতো এবারও নানা আয়োজনে 'বিশ্ব শিক্ষক দিবস' পালন করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)।

সোমবার (৫ অক্টোবর) “Teachers: Leading in crisis, reimagining the future” প্রতিপাদ্যকে সামনে রেখে 'বিশ্ব শিক্ষক দিবস' উপলক্ষে এক ওয়েবিনারের আয়োজন করেছে আই ই আর। অনুষ্ঠানের শুরুতেই শিক্ষায় জীবনব্যাপী অনবদ্য অবদানের জন্য জনাব মোঃ নূরুল আলম [প্রাক্তন প্রধান শিক্ষক, শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুন্দরগঞ্জ, গাইবান্ধা] কে 'শিক্ষক সম্মাননা' প্রদান করা হবে।

ওয়েবিনারে আইইআরের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, বিশেষ অতিথি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমেদ এবং আই ই আরের সাবেক পরিচালক অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান।