ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড দাবিতে ঢাবিতে অবস্থান কর্মসূচি চলছে


Dhaka | Published: 2020-10-06 01:03:08 BdST | Updated: 2024-05-11 22:03:21 BdST

ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড এবং তা দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করার দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৬ শিক্ষার্থী। আজ সোমবার বিকেল ৩টা থেকে তারা টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন। এসময় তাদের হাতে ধর্ষণ বিরোধী বিভিন্ন প্লেকার্ড দেখা গেছে।

  • লাগাতার এই অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন- কবি জসীমউদ্দিন হল ছাত্র সংসদের সদ্য সাবেক জিএস ইমাম হাসান, সঙ্গীত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিবুল ইসলাম সুজন ও সোয়েব আহাম্মেদ সাজিব, পালি ও বুদ্ধিস্ট স্ট্যাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লিমন সিকদার, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান এবং উইমেন এন্ড জেন্ডার স্ট্যাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুম বিল্লাহ।

তাদের এসব দাবি না মানা পর্যন্ত অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মসূচিতে অংশ নেওয়া কবি জসীমউদ্দিন হল ছাত্র সংসদের সদ্য সাবেক জিএস ইমাম হাসান।

তিনি বলেন, আমরা বিকাল তিনটা থেকে অবস্থান কর্মসূচি পালন করছি। দাবি না মানা পর্যন্ত আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আমাদের দাবি দুটি। প্রথমত ধর্ষণের যথাযথ বিচার এবং সরকারের পক্ষ থেকে ব্যাপকহারে গণসচেতনতা তৈরি।