জাবিতে পরীক্ষা নেয়ার দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ


Dhaka | Published: 2020-12-02 19:37:28 BdST | Updated: 2024-05-08 03:40:49 BdST

স্নাতক (সম্মান) শেষ বর্ষের পরীক্ষা নেয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৫ তম ব্যাচের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচি শেষে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে ৪৫তম ব্যাচের স্নাতক শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষার সময়সূচি প্রকাশে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৬ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন তারা। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে লাগাতার প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আমিরুল ইসলাম সুজন বলেন, এরই মধ্যে স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা গ্রহণের দাবিতে মানববন্ধন ও উপাচার্যকে স্মারকলিপি দিয়েছি। আজ আমরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছিলাম। এ প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমাদের প্রতিনিধিদের আলোচনার জন্য ডাকেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ বলেন, শিক্ষার্থীদের স্মারকলিপির প্রেক্ষিতে উপাচার্য একটি প্রশাসনিক সভা ডেকে আলোচনা করেছেন। পরীক্ষা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। এখন একটি বিভাগীয় সভাপতি, ডিনস কমিটি, একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেট সভা হলেই আমরা পরীক্ষার সূচি প্রকাশ করতে পারবো।