গুচ্ছ পদ্ধতির পরীক্ষার নেতৃত্বে থাকতে চায় বুয়েট


Dhaka | Published: 2020-12-03 01:56:33 BdST | Updated: 2024-05-08 08:34:12 BdST

চুয়েট, কুয়েট, রুয়েট এই তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাথে ভর্তি পরীক্ষায় যেতে আগ্রহী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়- বুয়েট। তবে নেতৃত্ব থাকবে বুয়েটের কাছে। ভর্তি পরীক্ষা সব সময় হবে বুয়েট ক্যাম্পাসে। নইলে আলাদা ভর্তি পরীক্ষা নেবে তারা। এমন প্রস্তাবনা পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা হচ্ছে বেশ কয়েক বছর ধরে। এ বছর এটি নিয়ে জোরোলোভাবে কাজ করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এখন পর্যন্ত ৩৪টি বিশ্ববিদ্যালয় এই পদ্ধতিতে যাচ্ছে।

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- বুয়েট এ পদ্ধতিতে যাবে না বলে আগে সিদ্ধান্ত দিলেও এখন তাদের মতের কিছুটা পরিবর্তন এসেছে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- চুয়েট, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- কুয়েট, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- রুয়েটের সাথে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় যেতে চায় তারা। তবে সে ক্ষেত্রে সব সময় নেতৃত্ব থাকবে বুয়েটের হাতে। ভর্তি কমিটিতে অন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি থাকবে। কিন্তু মূল ভর্তি পরীক্ষা হবে শুধুমাত্র বুয়েট ক্যাম্পাসে।

বুয়েটের প্রস্তাবনায় আছে, করোনাকালীন সময়ে জিপিএ কমিয়ে বেশি শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেয়া হবে। সেই ক্ষেত্রে প্রথমে একটি এমসিকিউ পরীক্ষা হবে। সেটি চার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই হবে। সেখান থেকে বাছাইকৃতরা বুয়েট ক্যাম্পাসে এসে লিখিত পরীক্ষায় অংশ দিবেন।

এদিকে বাকি প্রকৌশল বিশ্ববিদ্যালয় জানিয়েছে, সব সময় বুয়েটের হাতে নেতৃত্ব- এটি মেনে নিবেন না শিক্ষকরা। সেক্ষেত্রে এখানে পরিবর্তন আনতে হবে।

নেতৃত্ব এবং পরীক্ষার কেন্দ্র শুধুমাত্র বুয়েটে- এই দুটি বিষয়ে কোনো পরিবর্তন হলে আলাদা পরীক্ষা নিবে বলে জানিয়েছে বুয়েট কর্তৃপক্ষ।

মঞ্জুরি কমিশন জানিয়েছে, এই চার বিশ্ববিদ্যালয়ই ঠিক করবে এক সাথে কিভাবে পরীক্ষা নিলে ভালো হয়। সেক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত কমিশন।

১৯টি বিশ্ববিদ্যালেয় ২০২০-২০২১ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে। এর মধ্যে ৯টি সাধারণ ও ১০টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই গুচ্ছের অধীনে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগে আলাদা পরীক্ষা নেয়া হবে। মঙ্গলবার ভার্চুয়াল বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।