ঢাবিতে জাতীয় কুইজ প্রতিযোগিতা ২৬-২৭ জুলাই


Dhaka | Published: 2022-07-04 07:19:54 BdST | Updated: 2024-03-19 09:13:25 BdST

ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি (ডিইউকিউএস) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্ঞান চর্চার জন্য অন্যতম বৃহৎ সংগঠন। সাপ্তাহিক সেশন, ওয়ার্কশপ, সেমিনারের পাশাপাশি সারা বছর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। জ্ঞান নির্ভর একটি জাতি গঠনে ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির এই পথ চলা নিরন্তর ।

বিভিন্ন অনুষ্ঠানের ধারাবাহিকতায় ডিইউকিউএস প্রতি বছরের ন্যায় এবছর সারা দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আগামী ২৬ ও ২৭ জুলাই ২০২২ তারিখে প্রাতিষ্ঠানিক পর্যায়ে দেশের সবচেয়ে বড় কুইজ প্রতিযোগিতা “জাতীয় কুইজ প্রতিযোগিতা-২০২২” এর আয়োজন করতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী ড. দিপু মনি, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা, এমপি।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। স্কুল পর্যায়ে (ষষ্ঠ-দশম), কলেজ পর্যায়ে (একাদশ-দ্বাদশ) ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে (স্নাতক ও স্নাতকোত্তর) শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

মিডিয়া পার্টনার হিসেবে থাকবে যমুনা টিভি, দৈনিক সমকাল, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড, জাগো নিউজ ২৪ ও রেডিও টুডে। বিস্তারিত জানতে চোখ রাখুন ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির ওয়েবসাইট (www.duqs.org), ফেসবুক পেইজে (www.facebook.com/duqs.org)।

প্রেস রিলিজ

//