রুয়েটে ৩০ সেপ্টেম্বর ক্লাস শুরু, র‍্যাগিংয়ে কঠোর নিষেধাজ্ঞা


Desk report | Published: 2023-09-26 15:46:00 BdST | Updated: 2025-05-16 09:34:51 BdST

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ক্লাস আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। এছাড়া ক্যাম্পাস, হল ও বাইরে যেকোনো প্রকার মাদক গ্রহণ ও র‍্যাগিং থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে রুয়েট প্রশাসন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতীতে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে নানাভাবে হয়রানি ও প্রাণহানির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সিনিয়র শিক্ষার্থী কর্তৃক জুনিয়র শিক্ষার্থীদের হয়রানির ঘটনা ঘটেছে। এমনকি ক্যাম্পাস অশান্ত করে শিক্ষার সামগ্রিক পরিবেশকে বিঘ্ন ঘটাচ্ছে।

এতে আরও বলা হয়েছে, ক্যাম্পাস ও হলে কোনো প্রকার মাদক গ্রহণ ও র‍্যাগিং আইনত দণ্ডনীয় অপরাধ। এমতাবস্থায় ক্যাম্পাস, হল ও হলের বাইরে যেকোনো প্রকার মাদক গ্রহণ ও র‍্যাগিং থেকে বিরত থাকার নির্দেশ এবং প্রয়োজনে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।