ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলগুলো পরিদর্শন করলেন কুবি উপাচার্য


Desk report | Published: 2023-12-03 20:07:13 BdST | Updated: 2024-07-27 08:25:50 BdST

ভূমিকম্প পরবর্তী অবস্থা পর্যবেক্ষণ এবং ক্ষয়ক্ষতি পরিমাণের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফাটল ধরা হলগুলো প্রকৌশলীদের নিয়ে পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। আজ রোববার (৩ ডিসেম্বর) সকাল ৯ টায় তিনি হলসমূহ পরিদর্শন করেন।

বিভিন্ন স্থানে ফাটল ধরা হলগুলো হলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, কাজী নজরুল ইসলাম হল এবং নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হল।

প্রাথমিক পর্যবেক্ষণে কয়েকটি দেয়ালে সামান্য ক্ষয়ক্ষতি ছাড়া ভবনগুলোর কোনো কাঠামোগত ক্ষতি হয়নি বলে অভিমত ব্যক্ত করেন প্রকৌশলীরা। উপাচার্য এই সময় উপস্থিত শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে প্রকৌশলীদের প্রাথমিক মতামতের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় বহিঃস্থ অভিজ্ঞ প্রকৌশলীদের সমন্বয়ে অতি দ্রুত একটি তদন্ত কমিটি গঠন এবং ভবনগুলো অধিকতর যাচাই করা হবে বলে জানান।

ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ব্যাপারে কুমিল্লা জেলা প্রশাসকসহ সরকারি প্রশাসনের সাথে যোগাযোগ করে, প্রশাসনের নিকট থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস পেয়েছেন বলে জানান কুবি উপাচার্য।