জাবি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় সেলফী পরিবহন কর্তৃপক্ষ


Desk report | Published: 2023-12-07 20:14:55 BdST | Updated: 2024-07-27 09:20:43 BdST

ঢাকার ধামরাইয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী ও ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত রুবেল পারভেজ বাসচাপায় নিহতের ঘটনায় সেলফী পরিবহনের ২৫টি বাস আটকে রেখেছে জাবি শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে এসব বাস আটক করেন শিক্ষার্থীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৭টা) বাস ছাড়াতে জাবি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে সেলফী পরিবহন কর্তৃপক্ষের।

বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রুবেল পারভেজকে চাপা দিয়ে হত্যা করেছে সেলফী পরিবহনের বাস। এই পরিবহনের বাস নিয়ন্ত্রণহীনভাবে মহাসড়কে চলাচল করে। প্রতিনিয়ত দুর্ঘটনায় মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে তাজা প্রাণ। অনেক পরিবার তার উপার্জনের একমাত্র সম্বলকে হারাচ্ছে। আমরা এই মৃত্যুর মিছিল বন্ধ করতে চাই। পরিবহন কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমরা সেলফী পরিবহনের বাস সড়কে চলাচল করতে দেব না। এ ছাড়া তাদের রুট পারমিট বাতিল করতে হবে।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও অর্থনীতি বিভাগের শিক্ষক মো. রনি হোসাইন বলেন, রুবেল পারভেজের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। শিক্ষার্থীরা মালিক পক্ষের কাছে নিহত রুবেল পারভেজের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া ও সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল করার দাবি জানিয়েছে। এ বিষয়ে সেলফী পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। এ ছাড়া আমরা হাইওয়ে থানা পুলিশের সঙ্গে কথা বলেছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

সার্বিক বিষয়ে জানতে চাইলে সাভার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হাসান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেলফী পরিবহনের বাসটি রেখে চালক ও সহকারীরা পালিয়ে গেছে। শিক্ষার্থীরা সেলফী পরিবহনের বাস আটক করেছে। তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কথা বলছে। এ বিষয়ে আলোচনার পর জানানো যাবে।