লন্ডনে সেরা শিক্ষকের স্বীকৃতি পেলেন জবি অধ্যাপক


Desk report | Published: 2023-12-09 13:28:27 BdST | Updated: 2024-10-14 05:02:46 BdST

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ "বেস্ট ফ্যাকাল্টি অব দি ইয়ার" ক্যাটাগরিতে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অফ ডিজিটাল বিজনেস (এলএসডিবি) রিজিওনাল এডুকেশন অ্যাওয়ার্ড (এলআরইএ অ্যাওয়ার্ড ২০২৩) অর্জন করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) যুক্তরাজ্যের লন্ডন স্কুল অফ ডিজিটাল বিজনেস থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এ বছরে বিশ্বের ৩২ টি দেশের শিক্ষাবিদ ও গবেষকরা বিভিন্ন বিভাগে এলআরইএ অ্যাওয়ার্ড ২০২৩ অর্জন করেছে। যাদের মধ্যে রয়েছেন বাংলাদেশি এই অধ্যাপক।

মার্কেটিং বিভাগের শিক্ষকের এমন সুনামের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সাবাই গর্বিত। একই বিভাগের শিক্ষার্থী মুশফিকুর রহমান বলেন, স্যারের এই সাফল্য আমি মনে করি শুধু আমাদের ডিপার্টমেন্ট কিংবা বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের নয় বরং গোটা জাতি তথা দেশের জন্য গৌরবের। দক্ষিণ এশিয়ার এত নামীদামী শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্বেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমন একজন শিক্ষক উঠে আসা সত্যিই অকল্পনীয়। স্যার সবসময় আমাদেরকে গবেষণায় দিকে আগ্রহ বাড়াতে উৎসাহ দিতেন। আমি মনে করি এটা স্যারের অক্লান্ত পরিশ্রমের ফল, এটি উনার প্রাপ্য।

মো. জহির উদ্দিন আরিফ তার শিক্ষার্থী, শিক্ষক, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের পুরস্কারটি উৎসর্গ করেছেন। তার শিক্ষা ও গবেষণা কর্মে অবদানের স্বীকৃতিস্বরূপ ওই অ্যাওয়ার্ডের জন্য তাকে মনোনীত করায় আর্জেন্টিনা ও বিশ্বব্যাপী কনস্টিটিউন্ট পার্টনার ক্যাম্পাস সমৃদ্ধ ক্রাউন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল চার্টার্ড ইনকর্পোরেটেডের উপাচার্য ইউনেস্কো লরিয়েট অধ্যাপক বাশিরু আরেমু এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার একজন শিক্ষাবিদ ও গবেষক। ইতোপূর্বে তার বিভিন্ন গবেষণা প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। অধ্যাপক আরিফ ক্রাউন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল চার্টার্ড ইনকর্পোরেটেড, আর্জেন্টিনা এবং গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ, বরিশাল এর ট্রাস্টি বোর্ডের সদস্য। তিনি তার সেরা গবেষণাপত্রের জন্য সাউথ এশিয়ান জার্নাল অফ মার্কেটিং, এমেরাল্ড পাবলিশিং লিমিটেড, যুক্তরাজ্য থেকে ২০২২ এমেরাল্ড লিটারেটি অ্যাওয়ার্ড অর্জন করেন।