সকলের জন্য নিরাপদ শিক্ষাঙ্গন চায় ইবি ছাত্রলীগ


Desk report | Published: 2024-02-10 23:14:26 BdST | Updated: 2024-07-27 10:25:19 BdST

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে তারা।

মিছিলে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রলীগ নেতারা সকল শিক্ষার্থীর জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তাদের চলমান আন্দোলন নিয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, "শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের যদি কোনো যৌক্তিক দাবি থাকে তাহলে সেটা প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করুক। কিন্তু কেউ শিক্ষার্থীদের জিম্মি করে বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য সৃষ্টি করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করবে, ইবি শাখা ছাত্রলীগ সেটা কখনোই মেনে নেবে না।"

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, "ইসলামী বিশ্ববিদ্যালয় বর্তমানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটা আন্দোলনের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা চাই এসব আন্দোলনের কারণে শিক্ষার্থীরা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। সরকার প্রধানের কাছে আমাদের দাবি, কোনো প্রশাসনিক পদ পরিবর্তনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের যেন ভুগতে না হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ যেন সুষ্ঠু থাকে।'