বাকৃবিতে উইমেন সাইক্লিং ক্লাবের নতুন কমিটি


Likhan Islam | Published: 2024-03-09 15:11:22 BdST | Updated: 2024-04-28 21:00:01 BdST

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) নারীদের সংগঠন উইমেন সাইক্লিং ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. শিরিন আক্তার ঝুমুর এবং সাধারণ সম্পাদক পশুপালন অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সানজিনা তাসনুভা মিশু মনোনীত হয়েছেন।

শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যায় নারী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনায় ওই কমিটি ঘোষণা করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান এবং বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আলোচনা সভায় উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান বলেন, আমার কাছে মনে হচ্ছে না বিশ্বের নারী দিবস থাকা উচিত। নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে এখন মনে হচ্ছে বিশ্বে পুরুষ দিবস থাকা উচিত। বিশ্ববিদ্যালয়ের ক্লাসে নারীর সংখ্যা পুরুষদের থেকে এখন বেশি। নারীদের পিছনে ইনভেস্ট করুন এই বারের প্রতিপাদ্য বিষয় করা হয়েছে। তাই বিশ্বের ৩৫-৪০ কোটি নারী যারা অবহেলিত রয়েছে তাদেরকে যদি ইনভেস্টমেন্টের আওতায় আনা যায় তবে তারা হয়তো একটু সাচ্ছন্দের জীবন পাবে।

এছাড়াও নবগঠিত এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে ফিসারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মরিয়ম, কোষাধ্যক্ষ হিসেবে ফিসারিজ টেকনোলজি বিভাগের লেকচারার নাফিস তাসনিম বিনতি, সাংগঠনিক সম্পাদক হিসেবে ইফাত আরা ইতি, অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে নুবাহ নাশিতা ফারিহাত, দপ্তর সম্পাদক ভাস্বতী মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে নুসরাত জাহান নিজু, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক হিসেবে প্রাপ্তি হোর ও যোগাযোগ ও সমন্বয় সম্পাদক হীরা আক্তার লিজা মনোনীত হয়েছেন ।