পবিপ্রবি'র ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক সুজাহাঙ্গীর কবির


Sofiqul Islam | Published: 2024-03-19 21:46:55 BdST | Updated: 2024-04-28 19:40:39 BdST

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ব্যবসায় প্রশাসন অনুষদে নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইকোনোমিক্স ও সোসিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার।

মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ১০ টায় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন কক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। নতুন ডিন অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকার অনুষদের অধ্যাপক আবুল বাশার খানের স্থলাভিষিক্ত হন।

সংশ্লিষ্ট ডিন অফিস সূত্রে জানা যায় যে, ১৮ মার্চ সদ্য বিদায়ী ডিনের দুই বছরের মেয়াদ শেষ হয়। এর পর দুই বছরের জন্য এ দায়িত্বপ্রাপ্ত হন অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকার।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন অধ্যাপক বদিউজ্জামান। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ জাকির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ড. ইমরানুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিল অনুষদের চেয়ারম্যান ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

এসময় সদ্য বিদায়ী ডিন অধ্যাপক আবুল বাশার খান সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, যতটুকু সম্ভব এই অনুষদকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করেছি কতটুকু পেরেছি জানিনা । ডিন থাকা কালীন অবস্থায় ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ব্যবসায় প্রশাসন অনুষদ সাফল্যের সাথে এগিয়ে যাক এই প্রত্যাশা।