ঢাবির সূর্য সেন হল কুইজ ক্লাবের নতুন কমিটি


Dhaka University | Published: 2024-03-19 22:01:42 BdST | Updated: 2024-04-28 16:01:25 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল কুইজ ক্লাবের নতুন কমিটি গঠন করে হয়েছে। গতকাল সোমবার (১৮ মার্চ) সূর্যসেন হল কুইজ ক্লাব কক্ষে এ কমিটি ঘোষণা করা হয়। ৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহন করেন শোয়াইব হোসেন সাধ এবং সভাপতির দায়িত্ব গ্রহন করেন আবুবকর সিদ্দিক প্রিন্স।

এর মধ্যেই নতুন কমিটিকে দায়িত্ব হস্তান্তর করেন সূর্যসেন হল কুইজ ক্লাবের প্রতিষ্ঠাকালীন মডারেটর ও পলিটিক্যাল সায়েন্সের সহকারী অধ্যাপক মোহাম্মদ রাশেদ আলম ভুঁইয়া।

ইফতার ও আলোচনা অনুষ্ঠান শেষে সদ্য বিদায়ী কমিটি দায়িত্ব হস্তান্তর করে শোয়াইব হোসেন সাধ এবং আবুবকর সিদ্দিক প্রিন্সের কাছে।

দায়িত্ব গ্রহণের পর, কমিটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাধারণ সম্পাদক শোয়াইব হোসেন সাধ বলেন, ‘সূর্যসেন হল কুইজ ক্লাবের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস,তাই এই ক্লাবের মর্যাদা অটুট রাখতে আমি সর্বদা কাজ করে যাব। আর সূর্যসেন হল কুইজ ক্লাব যাতে তার সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে পারে সে জন্য নতুন কমিটির সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবো।’

নতুন কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক প্রিন্স বলেন, ‘আমি সবচেয়ে বেশি নজর দেব ‍‍`সূর্যসেন হল স্মারক কুইজ প্রতিযোগিতার দিকে। প্রতি বছরের মতো চলতি বছরও আমরা আয়োজন করবো এই প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় দেশের সব বিশ্ববিদ্যালয়সহ স্বনামধন্য স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতে অংশগ্রহণ করতে পারে সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করবো।’

ওই কমিটিতে সহ সভাপতি হিসেবে মঞ্জুরুল ইসলাম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে ইব্রাহিম হোসেন ও মাহবুবুর রহমান আদনান, দপ্তর সম্পাদক হিসেবে খালিদ সাইফুল্লাহ, কোষাধ্যক্ষ হিসেবে নজরুল ইসলাম সৌরভ এবং প্রচার সম্পাদক হিসেবে রফিক উদ্দিনকে রাখা হয়েছে। ৮ সদস্য বিশিষ্ট আংশিক এই কমিটিকে আগামী ১ মাসে মধ্যে পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়।