২৮ দিনের ছুটিতে যাচ্ছে শাবিপ্রবি


Desk report | Published: 2024-05-24 23:00:34 BdST | Updated: 2024-07-27 06:20:52 BdST

২৮ দিনের ছুটিতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। ঈদুল আজহা, গ্রীষ্মকালীন ছুটি সাপ্তাহিক বন্ধ থাকায় এ ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের হল খোলা থাকবে বলে জানা গেছে।

শুক্রবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত রেজিস্টার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে আগামী ২৬ মে থেকে ২০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। ২১ ও ২২ জুন শুক্রবার ও শনিবার বন্ধ থাকায় আরও দুদিন অতিরিক্ত ছুটি থাকবে। সবমিলিয়ে ২৮ দিন ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান বলেন, ২৬ মে থেকে ক্লাস পরীক্ষা বন্ধ হলেও অফিস খোলা থাকবে আগামী ১০ জুন পর্যন্ত। ১১ থেকে ২০ জুন পর্যন্ত ১০ দিন বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ থাকবে। কোনো ধরনের পরিবর্তন হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবে। বন্ধে শিক্ষার্থীদের আবাসিক হলগুলোও খোলা থাকবে।