বশেমুরবিপ্রবিতে সুশাসন প্রতিষ্ঠায় অনুষ্ঠিত হলো শুদ্ধাচার প্রশিক্ষণ


Arafat Alam | Published: 2024-06-13 18:29:57 BdST | Updated: 2024-06-23 08:46:16 BdST

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত শুদ্ধাচার প্রশিক্ষণ-০৪ অনুষ্ঠিত হয়েছে। এখানে বিভিন্ন বিভাগ ও দপ্তরর ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়র একাডমিক ভবনর ৫০১ নং কক্ষ এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়র ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরন্স সেল (আইকিউএসি) এই প্রশিক্ষণ কর্মশালাটির আয়াজন করে।

আইকিউএসি’র পরিচালক মাহাম্মদ আশিকুজ্জামান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় রিসার্স পার্সন হিসেবে উপস্থিত ছিলন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) গবষণা ও সম্প্রসারণ দপ্তরর পরিচালক প্রফেসর ড. মা. ফারুক হাসান।