বেরোবি ভিসির পদত্যাগ


Md Abul Khayer Jayed | Published: 2024-08-09 22:50:32 BdST | Updated: 2024-09-07 18:12:20 BdST

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি)উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ পদত্যাগ করে রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।

আজ শুক্রবার(৯ আগস্ট ২০২৪) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী।

এর আগে আজ সকাল ১১ টায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা উপাচার্য পদত্যাগের জন্য ১২ ঘণ্টার আল্টিমেটাম দেয়।

মহামান্য রাষ্ট্রপতি বরাবর কারণ হিসেবে লিখেন, বর্তমানে ব্যক্তিগত ও পারিবারির কারণে আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর উপাচার্য পদ হতে অদ্য ০৯ আগস্ট ২০২৪ খ্রি. তারিখ থেকে পদত্যাগ করলাম।

উল্লেখ গত ১৪ জুন ২০২১ খ্রি. তারিখ হতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।