৭২ ঘণ্টার মধ্যে উপাচার্য না পেলে সচিবালয় অভিমুখী লং মার্চের ঘোষণা


Desk report | Published: 2024-10-29 17:27:44 BdST | Updated: 2024-11-04 14:33:52 BdST

স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

এসময় তারা শিক্ষা উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) আগামী বৃহস্পতিবারের (৩১ অক্টোবর) মধ্যে উপাচার্য নিয়োগ না হলে সচিবালয়ের অভিমুখী লং মার্চের ঘোষণা দেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মুজাহিদ চত্বরে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন বিভাগের শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা মানববন্ধনে বলেন, শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা স্যারের সঙ্গে দেখা করলে তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করেন এক সপ্তাহের মধ্যে স্থায়ী ভিসি নিয়োগ করা হবে। কিন্তু কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও স্থায়ী ভিসি নিয়োগ না হওয়ার প্রশাসনিক, একাডেমিক রেজাল্টসহ যাবতীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আমরা দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীবান্ধব স্থায়ী ভিসি নিয়োগের জন্য শিক্ষা উপদেষ্টার কাছে অনুরোধ জানাচ্ছি।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য না থাকায় পুরো বিশ্ববিদ্যালয় অভিভাবক শূন্যতায় ভুগছে। যার ফলে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এর ফলে শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। বর্তমানে ভিসি, প্রো-ভিসিসহ গুরুত্বপূর্ণ পদসমূহ খালি থাকায় বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদী উন্নয়ন এবং শিক্ষার মান বজায় রাখা সম্ভব নয়। তাছাড়া দায়িত্বের সীমাবদ্ধতায় অনেক কাজেরই সমস্যা হচ্ছে। এই সমস্যাগুলোর সমাধান একজন স্থায়ী উপাচার্য ছাড়া সম্ভব নয়। যেহেতু ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ হয়েছে, সেহেতু দ্রুত সময়ের মধ্যে বশেমুরবিপ্রবিতেও স্থায়ী উপাচার্য নিয়োগ দেওয়া হয়। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করবে।