বেরোবিতে সেইভ ইয়ুথের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


Md Abul Khayer Jayed | Published: 2024-10-31 17:53:05 BdST | Updated: 2024-11-04 16:43:49 BdST

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সেইভ ইয়ুথ (স্টুডেন্টস আ্যাগেইনেস্ট ভায়োলেন্স ) ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার ( ৩১ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে কেক কাটা নতুনদের মাঝে সংগঠনের তরুণদের নেতৃত্বের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের কো-প্রেসিডেন্ট মো: আতিকুর রহমান এবং জেনারেল সেক্রেটারি আনিকা রোকাইয়া রওশন রেশমী এবং অন্যান্য সদস্যরাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সেইভ ইয়ুথ তার সদস্যদের শেখায় ‘‌লিডারশিপ ইজ আ চয়েজ’, সমাজের প্রয়োজনে তরুণদের সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বে এগিয়ে আসতে হবে। সেইভ ইয়ুথ মধ্যমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে তরুণ শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে ভূমিকা রাখা এবং সমাজের ছোট সমস্যাগুলো সমাধানে সেভের নেতৃত্বে কাজ করে যাচ্ছে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে সেইভ নেতৃত্ব একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যবিহীন ও গণতান্ত্রিক সমাজ গঠনের প্রচেষ্টায় কাজ করে যাচ্ছে।

সেইভ ইয়ুথের বর্তমানে শ্রীলংকা, নেপাল, ইথিওপিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে সেইভের আদলে প্রোগ্রাম পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে বাংলাদেশ সেইভের তরুণ নেতৃত্ব আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন। একসাথে, আমরা শান্তি, সহনশীলতা, বৈচিত্র্য, স্থিতিস্থাপকতা এবং নাগরিক শিক্ষার প্রচার করি।

একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে আমরা সকলকেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি সামাজিক কার্যক্রমে প্রতিশ্রুতিবদ্ধ হবো।

কো-প্রেসিডেন্ট মো: আতিকুর রহমান বলেন, "তরুণ নেতৃত্বই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সেইভ ইয়ুথের মাধ্যমে আমরা তরুণদের নেতৃত্ব বিকাশে কাজ করছি, যেন তারা শান্তি, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারে। আমাদের লক্ষ্য তরুণদের সক্রিয় ভূমিকা ও ইতিবাচক চিন্তা দিয়ে একটি বৈষম্যহীন সমাজ গঠন, যেখানে সকলের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হবে।"

উল্লেখ ২০১৮ সালের এই দিনটিতে সেইভ ইয়ুথ সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পথ চলা শুরু করে।