
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১১তম বর্ষপূর্তি পালন করেছেন ৪৩ তম ব্যাচের সাবেক শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার ক্যাম্পাসে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করেন তাঁরা।
শুক্রবার বিকেল ৫টায় কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ কামরুল আহসান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রাশিদুল আলম।
সাবেক শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে অতিথিরা বলেন, শিক্ষার্থীদের মধ্যে বন্ধন ও সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দিনব্যাপী আয়োজনে মধ্যে ছিল- খেলাধুলা, স্মৃতিচারণমূলক আলোচনা, আড্ডা, ৪৩টি প্রদীপ প্রজ্বলন, র্যাফেল ড্র, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ।
বর্ষপূর্তির এই আয়োজন নিয়ে ব্যাচের শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত রাজা ও বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী শফি কামাল বিপ্লব বলেন, ‘১১ বছরে স্মৃতিময় পথচলায় ছিল বন্ধুত্ব, হাসিকান্না আর অসংখ্য অমূল্য মুহূর্ত। আমরা গর্বিত এমন একটি বন্ধনের অংশ হতে পেরে, যা সময়ের পরীক্ষায় আজও অটুট। ভবিষ্যতেও এই সম্পর্ক আরও দৃঢ় হোক—এই আমাদের কামনা।’
ইতিহাস বিভাগের রায়হান হোসাইন মিল্টন বলেন, ‘৪৩ ব্যাচের ১১তম বর্ষপূর্তি উৎসব উদ্যাপনের মাধ্যমে বহুদিন পর প্রিয় বন্ধুদের এক মিলনমেলা তৈরি হয়েছে। আশা করি, আগামী বছর সকলের অংশগ্রহণে একযুগ পূর্তি উৎসব আরও বড় পরিসরে আয়োজন করা হবে।’
বিশ্ববিদ্যালয়রে বাংলা বিভাগের ৪৩ ব্যাচের শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, ‘এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৪৩ তম আবর্তনের বন্ধুদের বন্ধন আরও দৃঢ় হোক। এছাড়াও দেশে-বিদেশে অবস্থানরত ৪৩ এর সকল বন্ধুদের পথচলা মসৃণ ও সহজতর হবে বলে প্রত্যাশা করছি।’