
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের নামে ল্যাব বরাদ্দের দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বিভাগটির শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে এ স্মারকলিপি প্রদান করেন তাঁরা।
উপাচার্যের অনুপস্থিতিতে উপাচার্যের দায়িত্বে থাকা উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী স্মারকলিপিটি গ্রহণ করেন।
শিক্ষার্থীদের দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা বর্তমানে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষার জন্য ল্যাব সংকটে ভুগছেন। আগে অন্যান্য বিভাগের ল্যাব ব্যবহার করলেও পরে কেন্দ্রীয় ল্যাব ব্যবহারের সুযোগ দেওয়া হয়। সেখানে তাঁরা কম্পিউটার, বায়োসিগন্যাল, ইসিজি, ইইজি, ইএমজি, ইলেকট্রো-অ্যানালাইজার ও বায়োলজিক্যাল ল্যাব ব্যবহার করতেন। সম্প্রতি কেন্দ্রীয় ল্যাব পরিচালক অর্থ প্রদান ছাড়া ল্যাব ব্যবহার নিষিদ্ধ করার বিজ্ঞপ্তি দেন, যা শিক্ষার্থীদের জন্য সমস্যার সৃষ্টি করেছে।
শিক্ষার্থীদের দাবি, কম্পিউটার ল্যাব (৩৩৫), বায়ো-ইমেজিং ল্যাব (৩৩৭) এবং বায়ো-ইন্সট্রুমেন্টেশন ল্যাব (৩৩৩) লিখিতভাবে বিভাগের নামে বরাদ্দ দেওয়া হোক অথবা পুনরায় স্থাপন করা হোক এবং ততদিন কেন্দ্রীয় ল্যাব ব্যবহারের লিখিত অনুমতি প্রদান করা হোক।
উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, 'আমি স্মারকলিপিটি পেয়েছি। স্মারকলিপিটি আমি উপাচার্যের কাছে পৌঁছে দেব।'