বন্যার্তদের পাশে দাঁড়াল রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি


Abu Saleh Shoeb | Published: 2024-08-29 19:32:14 BdST | Updated: 2024-10-13 20:54:24 BdST

দেশের বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অফিসার সমিতি। প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে একদিনের বেতন দেবেন সমিতির সদস্যরা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) অফিসার সমিতির এক জরুরি সাধারণ সভায় সকলের সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্বরণে এক মিনিট নিরাবতা পালন করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির কোষাধ্যক্ষ মাসুদ রানা বলেন, আজকের জরুরী সভায় বন্যার্তদের সহযোগিতার জন্য একদিনের বেতন দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন অফিসার সমিতির সব সদস্য। বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বে বসা মাত্রই প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে এ চেক হস্তান্তর করা হবে।

সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. মোক্তার হোসেন বলেন, বর্তমান সরকারের সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন। বন্যার্তদের সহাযোগিতার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি একদিনের বেতন উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রেরণ করবেন। আমরা চাই আমাদের এ অর্থ তাদের পুনর্ববাসনের জন্য ব্যয় করা হোক।

এসময় উপস্থিত ছিলেন অফিসার সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আ হ ম রাকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন, ক্রীড়া সম্পাদক মো. আল-আমিন বিদ্যুৎ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আলমগীর হোসেন, সদস্য হাসিন আহমেদ খান ও সদস্য মো. আনোয়ারুল ইসলামসহ
প্রায় পাঁচ শতাধিক কর্মকর্তা এ সভায় উপস্থিত ছিলেন।

এর আগে, গত শনিবার বন্যার্তদের সহায়তায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সব সদস্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে একদিনের বেতন দেন।