রাবি ক্যাম্পাসে অবৈধ ও ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদে কঠোর নির্দেশনা


Abu Saleh Shoeb | Published: 2024-12-20 22:25:27 BdST | Updated: 2025-03-12 14:32:59 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসকে পরিষ্কার ও নিরাপদ রাখতে ভ্রাম্যমাণ ও অবৈধ দোকান সরানোর নির্দেশ দিয়েছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার এস্টেট দপ্তরের মাইকিংয়ে জানানো হয়, আগামী শনিবার (২১ ডিসেম্বর) পর্যন্ত দোকান সরানোর সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সময়মতো নির্দেশনা না মানলে রোববার (২২ ডিসেম্বর) উচ্ছেদসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ১০ নভেম্বর বিকেল ৪টার মধ্যে একই নির্দেশনা দিয়ে ক্যাম্পাসে মাইকিং করা হয়। তবে নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও নির্দেশনা মেনে দোকান সরাননি।

বিজ্ঞাপন

এস্টেট দপ্তরের তথ্যমতে, ক্যাম্পাসের নিরাপত্তা ও পরিচ্ছন্নতার স্বার্থে শনিবার (২১ ডিসেম্বর) বিকেল ৪টার মধ্যে ভ্রাম্যমাণ ও অবৈধ দোকান সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে রোববার সকাল ১০টা থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের এস্টেট দপ্তরের সহকারী রেজিস্ট্রার মো. রজব আলী জানান, ক্যাম্পাসে অনুমতি ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর, সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী, পরিবহন মার্কেটসহ বিভিন্ন স্থানে অসংখ্য অবৈধ দোকান গড়ে উঠেছে। পরিষ্কার পরিবেশ বজায় রাখতে এসব দোকান উচ্ছেদ করা হবে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ক্যাম্পাসে অবৈধ দোকান ও অতিরিক্ত ভিড় শিক্ষার পরিবেশ নষ্ট করছে। আগেও নির্দেশনা দেওয়া হলেও দোকানগুলো সরানো হয়নি। এবার কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

বিজ্ঞাপন