গাজায় হামলা জোরদারের নির্দেশ নেতানিয়াহুর


নিজস্ব প্রতিবেদক, ঢাকা | Published: 2025-04-20 11:39:44 BdST | Updated: 2025-05-06 19:31:28 BdST

হামাস যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করায় গাজায় হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে গত শনিবার এ তথ্য জানানো হয়।

এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় মারা গেছেন আরও ৫২ ফিলিস্তিনি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজার উত্তরাঞ্চলের সঙ্গে লড়াইয়ে এক ইসরায়েলি সেনা নিহত ও আহত হয়েছেন ৫ জন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তীব্র বোমাবর্ষণে ইসরায়েলি-আমেরিকান জিম্মি এডান আলেকজান্ডারকে পাহারা দেওয়া প্রহরী নিহত হয়েছে। 

বিজ্ঞাপন

 

হামাস জানিয়েছে, ওই জিম্মির বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছু জানে না তারা। এছাড়া ইসরায়েলি জিম্মি এলকানা বোহবোতের একটি নতুন ভিডিও প্রকাশ করেছে হামাস। তাতে মুক্তির আকুতি জানিয়েছেন তিনি। 

এদিকে, গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির দাবিতে তেল আবিবে হয়েছে বিক্ষোভ। একই দাবিতে পিটিশনে সই করেছে প্রায় ১ লাখ ৪০ হাজার ইসরায়েলি।

 

বিজ্ঞাপন

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। ইসরায়েলি পরিসংখ্যান অনুসারে, ওই হামলায় প্রায় ১২০০ জন নিহত হন। ২৫১ জনকে জিম্মি করা হয় তখন। ওইদিন থেকেই গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় ৫১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহতের সংখ্যা লক্ষাধিক। বহু মানুষ হয়েছেন বাস্তুচ্যুত।