বেরোবির হলে চার সহকারী প্রাধ্যক্ষ নিয়োগ


বেরোবি টাইমস | Published: 2017-08-08 13:25:17 BdST | Updated: 2024-05-22 00:42:12 BdST

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদের একটি হলে চার সহকারী প্রাধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার (০৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে তাদের এ নিয়োগ দেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। চার সহকারী প্রাধ্যক্ষের মধ্যে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. শফিক আশরাফকে প্রাধ্যক্ষ চলতি দায়িত্ব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

অন্য তিন সহকারী প্রাধ্যক্ষ হলেন- পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমুনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. আহসান হাবীব এবং লোকপ্রশাসন বিভাগের প্রভাষক জুবায়ের ইবনে তাহেরকে পুনর্নিয়োগ দেয়া হয়েছে।

টিআই/ ০৮ আগস্ট ২০১৭