খুবি ও জার্মানির ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের যৌথ কনফারেন্স


kU Correspondent | Published: 2022-10-30 20:44:31 BdST | Updated: 2024-04-24 02:53:42 BdST

খুলনা বিশ্ববিদ্যালয়ের(খুবি) ও জার্মানির ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের সাসটেইনেবল সিটিস এন্ড কমিউনিটিস বিভাগের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) বিকেলে ‘অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়নে রাষ্ট্রের ভূমিকা’প্রতিপাদ্যকে সামনে রেখে খুবির নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিন এবং জার্মানির ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের সাসটেইনেবল সিটিস এন্ড কমিউনিটিস বিভাগের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী এ কনফারেন্স শেষ হয়।

নেটওয়ার্ক-এসোসেয়িশেন অব ইউরোপিয়ান রিসার্চার্স অন আরবানাইজেশন ইন দ্য সাউথ-এন-এইআরইউএস (N-AERUS) এর ২১তম কনফারেন্সে এটি। এতে ১৮টি দেশের গবেষক ২২টি দেশের কেস-স্টাডি ৩০টি গবেষণাপত্রের মাধ্যমে নানা রকম তথ্য উপস্থাপন করা হয়। এছাড়া আন্তর্জাতিকভাবে স্বনামধন্য ৪ জন গবেষক ৪টি মূল প্রবন্ধও উপস্থাপন করেন এ কনফারেন্সে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম এ সম্মেলনের সমাপনী দিনে আয়োজক কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন। কি-নোট স্পিকার হিসেবে ‘ওয়েদার পোস্ট নিওলিবেরাল সিটিস? উই কুড মেক দেম পসিবল’ শীর্ষক পেপার উপস্থাপন করেন আন্তর্জাতিক পরামর্শদাতা এবং ইউনিসেফ এর দক্ষিণ আমেরিকা অঞ্চলের সাবেক পাবলিক পলিসি উপদেষ্টা জিমেনা দে লা বাররা।

সমাপনী দিনে বিষয়ভিত্তিক সেশন পরিচালনা করেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এস এম আরাফাত হোসেন এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপূর্ব কুমার পোদ্দার। আর অনলাইনে সেশন পরিচালনা করেন মিশরের আলেকজান্ড্রিয়া বিশ্ববিদ্যালয়ের পাকিনাম উসামা জেইড, দক্ষিণ আফ্রিকার উইটওয়াটারস্রান্ড বিশ্ববিদ্যালয়ের ক্রিস্টোফার অনিনেকে এবং দক্ষিণ আফ্রিকার দ্য ফ্রি স্টেট বিশ্ববিদ্যালয়ের এবোনগিল এমজিউইলে।

এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানের ফলে খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন বিশ্বের ১৮টি দেশের বিশ্ববিদ্যালয়ের সাথে উচ্চশিক্ষা ও গবেষণায় যুক্ত হলো। এর ফলে এই ডিসিপ্লিন নতুন উচ্চতায় পৌঁছালো। এ সম্মেলনের সূত্র ধরে বিভিন্ন দেশের সাথে যৌথ শিক্ষা ও গবেষণার নতুন দ্বার উন্মোচন হলো বলে জানান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. আশিক উর রহমান।

তিনি এ সম্মেলন আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান এবং অংশগ্রহণকারী সকল দেশের প্রতিনিধিদের আন্তরিক ধন্যবাদ জানান। খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিন এই আন্তর্জাতিক সম্মেলনের সফল আয়োজনে সক্ষম হয়েছে বলে অংশগ্রহণকারী দেশি-বিদেশি গবেষক-বিজ্ঞানীরা তাদের অভিমত ব্যক্ত করেন।