বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নিয়ে কুইজ প্রতিযোগিতা


বেরোবি টাইমস | Published: 2017-08-24 16:57:04 BdST | Updated: 2025-05-17 00:43:35 BdST

জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে।

বিজ্ঞাপন

বুধবার (২৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হেয়াত মামুদ ভবনে বেরোবি শাখা ছাত্রলীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলা বিভাগের শিক্ষার্থীরা এ কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়।

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. তুহিন ওয়াদুদ, বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া, সাধারণ সম্পাদক নোবেল শেখ ও বঙ্গবন্ধু হল শাখার সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদ প্রমুখ।

এ সময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা বলেন, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন চর্চা আজ সময়ের দাবিতে পরিণত হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমেই নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরতে হবে। আর এভাবে যদি অঙ্গীকার নিয়ে সারা দেশে এই চর্চাটা চালানো যায় তাহলেই ভবিষ্যতের বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। যেখানে থাকবে না জঙ্গিবাদ, দেশদ্রোহীতা ও স্বাধীনতা বিরোধী কুচক্রী শক্তি। আবারও নতুন প্রজন্মের নেতৃত্বে গর্জে উঠবে বাংলাদেশ।

জেএস/ ২৪ আগস্ট ২০১৭

বিজ্ঞাপন