মিনায় বড় শয়তানকে পাথর ছুড়লেন হাজিরা


টাইমস ডেস্ক | Published: 2018-08-22 05:40:25 BdST | Updated: 2024-05-17 16:05:33 BdST

পবিত্র হজের অংশ হিসেবে মিনায় শয়তানের প্রতীক বড় পিলার বা জামারায়ে আকাবায় পাথর ছুড়লেন হাজিরা। মঙ্গলবার ঈদুল আজহার নামাজ পড়ার পর নিয়ম অনুসারে মিনার তিন পিলারের সবচেয়ে বড়টিতে পাথর ছুড়েন তারা। খবর আল অ্যারাবিয়ার।

মিনার শয়তানের প্রতীক মোট ৩টি জামারাহ বা পিলার হয়েছে। প্রথমটি জামারাতুল আকাবা। মক্কার দিকে মসজিদুল খাইফের সর্ব নিকটবর্তী স্থানে অবস্থিত এটি। একে জমরাতুল উখরা ও কুবরাও বলা হয়। ১০ই জিলহজ এখানে সাতবার কংকর নিক্ষেপ করে তলবিয়া পাঠ বন্ধ করে দিতে হয়। অন্য দুই জমরায় এ দিন কংকর নিক্ষেপ করতে নেই।

অন্য দুটি জামারাতুল উস্তা বা মধ্যম জামারা এবং জামারাতুল উলা বা প্রথম জামারা। এ জামারাদ্বয়ে ১১ ও ১২ই জিলহজ তারিখে প্রতিটি জামারায়ই ৭টি করে কংকর মারতে হয়। তারপ মিনা ত্যাগ করা চলে। কিন্তু ১৩ তারিখ পর্যন্ত মিনায় রয়ে গেলে ১৩ তারিখেও তিন জামারায়ই কংকর নিক্ষেপ করতে হয়।

মিনায় বড় শয়তানকে পাথর ছুড়লেন হাজিরা

 

প্রচলিত আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেয়ার জন্য যাচ্ছিলেন। জামারাহ পৌঁছালে শয়তান তাকে ধোকা দেয়। তখন শয়তানকে তিনি পাথর নিক্ষেপ করেন।

টিআই/ ২১ আগস্ট ২০১৮