ত্যাগে, আনন্দে ঈদুল আজহা পালিত


টাইমস প্রতিবেদক | Published: 2018-08-23 01:45:51 BdST | Updated: 2024-05-17 15:01:42 BdST

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে সারাদেশে উদযাপিত হলো পবিত্র ঈদুল আজহা। রাজধানীসহ দেশের বেশিরভাগ স্থানেই ঈদের জামাত শেষে চলে পশু কোরবানির আনুষ্ঠানিকতা।

সকালে মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানি শুরু করেছেন।

বুধবার (২২ আগস্ট) সকাল ৭টায় বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর অলিগলিতে পশু কোরবানি শুরু হয়। আগামি দুদিনও পশু করবেন অনেকে।

ঈদুল আজহা হযরত ইব্রাহিম (আ.) ও তার ছেলে হযরত ইসমাইলের (আ.) সঙ্গে সম্পর্কিত। হযরত ইব্রাহিম (আ.) স্বপ্নে মহান আল্লাহর আদেশে ছেলে ইসমাইলকে কোরবানি করতে গিয়েছিলেন। আল্লাহর পক্ষ থেকে এই আদেশ ছিল হজরত ইব্রাহিমের জন্য পরীক্ষা।

তিনি ছেলেকে আল্লাহর নির্দেশে জবাই করার সব প্রস্তুতি নিয়ে সেই পরীক্ষায় উত্তীর্ণ হন। ইসলামে বর্ণিত আছে, নিজের চোখ বেঁধে ছেলে ইসমাইলকে ভেবে যখন জাবাই সম্পন্ন করেন তখন চোখ খুলে দেখেন ইসমাইলের পরিবর্তে পশু কোরবানি হয়েছে, যা এসেছিল আল্লাহর তরফ থেকে।

সেই ঐতিহাসিক ঘটনার স্মৃতি ধারণ করেই হজরত ইব্রাহিমের (আ.) সুন্নত হিসেবে পশু জবাইয়ের মধ্য দিয়ে কোরবানির বিধান এসেছে ইসলামী শরিয়তে। সেই মোতাবেক প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য পশু কোরবানি করা ওয়াজিব।

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত হয় সকাল ৮টায়। জামাতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। এছাড়া, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জামাতে অংশ নেন। বায়তুল মোকাররম মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজের দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, চট্টগ্রামে সকাল পৌনে ৮টায় নগরীর জমিয়াতুল ফালাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ভারপ্রাপ্ত সিটি মেয়র হাসনা মোহাম্মদ হাসনী, সংসদ সদস্যসহ নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় পৌনে ৯টায়। এছাড়া নগরীর ৪১টি ওয়ার্ডে ১৬৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

খুলনায় প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় নগরীর সার্কিট হাউজে। মাদারীপুরে পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সোয়া ৭টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এ সময় সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল এবং দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও মোনজাত করা হয়। নাটোর শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাতটায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।

জেএস/ ২২ আগস্ট ২০১৮