দুস্থদের মাঝে বিভিও'র কম্বল বিতরণ


ডেস্ক রিপোর্ট | Published: 2019-12-27 23:21:43 BdST | Updated: 2024-09-10 17:29:10 BdST

স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ভলেন্টিয়ার্স অর্গানাইজেশনের (বিভিও) উদ্যোগে গত শুক্রবার ফরিদপুর জেলার অন্তর্গত নন্দলালপুর ইউনিয়নের কাঁঠালবাড়ি চরে বাংলাদেশ ভলেন্টিয়ার্স অর্গানাইজেশনের উদ্যোগে ৭০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এছাড়াও এইদিন দোহারের লটাখোলা বেদে পল্লীর ৫০টি অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলেন্টিয়ার্স অর্গানাইজেশনের প্রেসিডেন্ট হামিম আহসান, ভাইস প্রেসিডেন্ট সোলাইমান ইসলাম নিশাদ, ট্রেজারার সোহানুল ইসলাম শাওন, প্রজেক্ট ম্যানেজার তৌহিদ উল ইসলাম এবং বিভিও’র ভলেন্টিয়ার শাকিল মাহমুদ, সুশান্ত সূত্রধর, রানা তালুকদার, ফাহিম রহমান, রাজীব শরীফ, ওয়ালিদুর পনির সহ আরো অনেকে।