ঢাবি আইটি সোসাইটির বিশেষ ওয়ার্কশপ অনুষ্ঠিত


ঢাকা | Published: 2019-04-11 08:03:55 BdST | Updated: 2024-05-17 11:29:17 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির আয়োজনে হয়ে গেলো পাওয়ার পয়েন্ট এর উপর বিশেষ ওয়ার্কশপ।
ওয়ার্কশপটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর আই ই আর ডিপার্টমেন্ট এর মাস্টার্স এর শিক্ষার্থী শেখ কাসীফ মাহবুব(প্রান্তর) ।

পূর্বঘোষিত নোটিশ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি এক বিশেষ ওয়ার্কশপ এর আয়োজন করেছ কারাস ভবনে। ওয়ার্কসপে পাওয়ারপয়েন্ট এর প্রাথমিক ধাপ থেকে শুরু করে প্রফেশনাল ধাপ পর্যন্ত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন দুজন অালোচক। কিভাবে প্রেজেন্টেশন এর স্লাইড তৈরি করতে হয় ও তাতে সৌন্দর্য ফুটিয়ে তোলা যায় অতি সহজপ এ বিষয়ে প্রায় ৩ ঘন্টার মতো সময় দীর্ঘ ওয়ার্কশপ পরিচালনা করেন আলোচক। ওয়ার্কশপে শেখানো ভার্সিটি এর অনার্স ও মাস্টার্স এর সময়গুলোতে প্রেজেন্টেশন এর এর স্লাইড তৈরির জন্য সবার ই এই পাওয়ারপয়েন্ট এর কাজ জানার প্রয়োজন হয়। তারই নিমিত্তে ডিইউআাইটিএস আয়োজন করে এই বিশেষ ওয়ার্কশপ। ডিইউআইটিএস এর অষ্টম ব্যাচ নবীন শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে এ সেমিনার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিইউআাইটিএস এর সাধারন সম্পাদক রাসেল মাহমুদ সহ সিনিয়র ও জুনিয়র এক্সিকিউটিভ কমিটির আরো অনেকে। সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন সময়ের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী ভবিষ্যৎ এ এ ধরনের আরো ওয়ার্কশপ সেমিনার ও ই আড্ডার আয়োজন করা হবে।