'৭ কলেজের অধিভুক্তি পুনর্বিবেচনা করতে হবে'


ঢাবি টাইমস | Published: 2019-07-22 04:05:07 BdST | Updated: 2024-05-17 10:50:56 BdST

সাত কলেজ ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত জানানো উচিত। পুনর্বিবেচনা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা ভোগান্তিতে আর অপরদিকে প্রশাসনের ব্যার্থতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝামেলায় পড়ছে প্রতিনিয়ত।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাজ হলো শিক্ষার্থীদের নিয়ে গবেষণা করা কিন্ত শিক্ষকরা ব্যস্ত থাকেন ওই কলেজগুলো নিয়ে। যে কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ব্যাহত হচ্ছে ।

এমতবস্থায় সাত কলেজ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে সংহতি প্রকাশ করছি। সাত কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করে দেওয়া উচিত। আন্দোলনটি সহিংস রূপ ধারণ করার আগে এই সমস্যার সমাধান করা উচিত।

লেখকঃ মুহা. মাহমুদুল হাসান
সদস্য
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)