মেসিকে পেতে ৭ হাজার কোটি টাকা দিতে প্রস্তুত ম্যান সিটি


Dhaka | Published: 2020-08-17 06:27:27 BdST | Updated: 2024-04-27 14:59:22 BdST

ইংলিশ প্রিমিয়ার লিগের দাপুটে দল ম্যানচেস্টার সিটি উয়েফা চ্যাম্পিয়নস লিগে মাঠে নামলেই খেই হারিয়ে দুর্বল দলে পরিণত হয়।

ইউরোপ সেরার আসরে নিয়মিত ধরাশায়ী হচ্ছে পেপ গার্দিওলার শিষ্যরা। শনিবার রাতেও এর ব্যতিক্রম হয়নি। ধারাবাহিক ব্যর্থতা প্রদর্শন করেছে ক্লাবটি।

এদিন ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক লিওনের কাছে ৩-১ ব্যবধানে হেরে চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগকে বিদায় জানিয়েছে ম্যান সিটি।

এই হারের পরই নতুন মৌসুমে এ পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসতে নতুন পরিকল্পনা শুরু করে দিয়েছে ক্লাবটি।

আর তাদের প্রথমেই চোখ পড়েছে বার্সেলোনা অধিনায়ক আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ওপর।

যে কোনো মূল্যে মেসিকে নিজেদের দলে ভেড়াতে চায় ম্যানচেস্টার সিটি। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য মিররের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফুটবলের জনপ্রিয় গণমাধ্যম গোল ডট কম।

মিররের প্রতিবেদন অনুযায়ী, মেসি বার্সেলোনা ছাড়তে রাজি হলে যেকোনো কিছুর বিনিময়ে হলেও তাকে দলে ভেড়াতে চায় ম্যান সিটি। এজন্য ম্যান সিটিকে গুণতে হবে ৭০১ মিলিয়ন ইউরো বা ৭ হাজার ৪৭ কোটি টাকা! যা বার্সেলোনার সঙ্গে বর্তমান চুক্তিতে মেসির বাই আউট ক্লজ। তবে মেসি বার্সেলোনাকে ছাড়তে রাজি হলেই কেবল এ চুক্তির প্রসঙ্গ আসবে।

মেসিকে পেতে অনেকটাই আশাবাদী ম্যান সিটি কর্তৃপক্ষ।

কেননা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে লজ্জাজনক ৮-২ গোলে হারের পর বার্সেলোনাকে আমূল পরিবর্তনের ডাক দিয়েছেন ক্লাবটির প্রেসিডেন্ট জোসেফ বার্তেমেউ।

এমন পরিস্থিতিতে মেসির সঙ্গে বার্সেলোনার বনাবনি না হলে সে সুযোগ লুফে নিতে প্রস্তুত ম্যান সিটি।