আইপিএলের স্বত্ব ১৬ হাজার কোটিতে বিক্রি


খেলার টাইমস | Published: 2017-09-06 00:20:17 BdST | Updated: 2024-05-20 17:47:56 BdST

ঘরোয়া টি-টোয়েন্টি আসরগুলোর মধ্যে নিঃসন্দেহে এগিয়ে থাকবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। শুধু টাকার খেলাই নয়, এই আসরটি বেশ জমজমাটও বটে। সারা দুনিয়ার সব নামি-দামি ক্রিকেটার এই আসরে খেলে থাকেন। তাই এখন যেন আসরটি আন্তর্জাতিক ম্যাচের চেয়েও বেশি দামি হয়ে উঠেছে। রেকর্ড দামে বিক্রি হয়েছে আসরটির টিভি ও ডিজিটাল স্বত্ব।

সোমবার আইপিএলের নতুন স্বত্ব বিক্রি হয়েছে। স্টার ইন্ডিয়া এই স্বত্ব রেকর্ড দামে কিনে নিয়েছে। পাঁচ বছরের জন্য তারা দেবে ১৬,৩৪৭.৫ কোটি রুপি। ক্রিকেট ইতিহাসে এমন কোনো আসরের স্বত্ব এত দামে বিক্রি হয়নি। তারা টেক্কা দিয়েছে বিশ্বের জনপ্রিয় বাস্কেটবল লিগ এনবিএ-কেও।

আন্তর্জাতিক ম্যাচে বিসিসিআই টিভি এবং ডিজিটাল স্বত্ব থেকে পেয়ে থাকে ১২ কোটি রুপির মতো। আইইপিএল থেকে তাঁর কয়েকগুণ বেশি পাবে দেশটির বোর্ড, ৫৪ কোটি রুপির বেশি।

২০১২ থেকে ২০১৮ সালের জন্য ভারতীয় ক্রিকেট দলের আন্তর্জাতিক মিডিয়া রাইটস (টিভি এবং ডিজিটাল মিলিয়ে) কিনেছিল স্টার ইন্ডিয়া। তার জন্য তারা দিচ্ছে বছরে ৪৩ কোটি। এখন তারাই আইপিলের জন্য দেবে মোটা অঙ্কের অর্থ।

এর আগে আইপিএলের টিভি স্বত্ব ছিল সনির হাতে। এবারও তারা লড়াইয়ে ছিল। শেষ পর্যন্ত দুটি স্বত্ব মিলে স্টারের টাকার অঙ্ক সবচেয়ে বেশি থাকায় তারাই নির্বাচিত হয়।

এমআর/ ০৫ সেপ্টেম্বর ২০১৭