ম্যানেজমেন্ট এলায়েন্স'র কর্পোরেট অপেশাদার টি-১০ টুর্নামেন্ট অনুষ্ঠিত


টাইমস ডেস্ক | Published: 2020-12-13 04:32:14 BdST | Updated: 2024-03-29 16:11:21 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ম্যানেজমেন্ট বিভাগের গৌরবময় ৫০ বছর পূর্তি স্মরণীয় করে রাখতে কর্পোরেট অপেশাদার টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ম্যানেজমেন্ট এলায়েন্স।

১০ ও ১১ ডিসেম্বর রাজধানীর ফার্মগেটে ইন্দিরা রোড টিঅ্যান্ডটি মাঠে ম্যানেজমেন্ট এলায়েন্স ও তিনটি কর্পোরেট প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান। আয়োজক ম্যানেজমেন্ট এলায়েন্স ছাড়া অন্য তিনটি অংগ্রহণকারী দলগুলো হলো ওয়ালটন মোবাইল, আকাশ ডিটিএইচ ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।

টুর্নামেন্টের আয়োজক ম্যানেজমেন্ট এলায়েন্স সবগুলো ম্যাচ জিতে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সমাপনী দিনে ম্যানেজমেন্ট এলায়েন্স ও ওয়ালটন মোবাইলের মধ্যে অনুষ্ঠিত ফাইনালে প্রথম থেকেই আধিপত্য বজায় রেখে জয় তুলে নেয় ম্যানেজমেন্ট এলায়েন্স।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডের হেড অফ হিউম্যান রিসোর্স জনাব মেজর এম.ডি. রুহুল আমিন (অবসরপ্রাপ্ত), বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডের হেড অফ স্ট্র‍্যাটেজিক সেলস জনাব আবুল খায়ের চৌধুরী, ওয়ালটন মোবাইলের হেড অফ সেলস জনাব আসিফুর রহমান খান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হেড অফ সেলস এন্ড মার্কেটিং জনাব সাবাব করিম চৌধুরী, সিটি ব্যাংকের সিনিয়র এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট জনাব বরকত উল্লাহ বদর উদ্দিন প্রমুখ।

মাঠে অংশগ্রহণকারী দলগুলোর সমর্থক ক্রিকেট অনুরাগী ছাড়াও অত্র এলাকার ক্রিকেটপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিলো। পুরস্কার বিতরনী অনুষ্ঠান শেষে বিজয়ী দলের অধিনায়ক কাজী আহমেদুর রহমান আবির বলেন, ম্যানেজমেন্ট এলায়েন্স প্রতিবছরই এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করে থাকে। সামনে আরো বড় পরিসরে আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এমএন/জেএস

//