স্বাধীনতা কাপ জিতল পাকিস্তান


খেলার টাইমস | Published: 2017-09-16 17:26:25 BdST | Updated: 2024-05-20 14:30:38 BdST

সন্ত্রাসী হামলার ভয়ে কয়েক বছর ধরে পাকিস্তানে আয়োজিত হচ্ছে না আন্তর্জাতিক ক্রিকেট। অবশেষে দেশটিতে ক্রিকেট ফেরানোর লক্ষ্যে কাজ শুরু করেছে আইসিসি। তারই অংশ হিসেবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুক্রবার শেষ হলো বিশ্ব একাদশের বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ—স্বাধীনতা কাপ।

শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বিশ্ব একাদশকে ৩৩ রানে পরাজিত করার ভেতর দিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল স্বাগতিক পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচ জিতেছিলো পাকিস্তান, দ্বিতীয় ম্যাচ বিশ্ব একাদশ।

শুক্রবার আগে ব্যাট করা পাকিস্তান ২০ ওভারে ১৮৩ রানের বিশাল স্কোর করে। আহমেদ শেহজাদ ৫৫ বলে ৮৯ ও বাবর আজম ৩১ বলে ৪৮ রান করে দিক ঠিক করে দেন। বিশ্ব একাদশের হয়ে থিসারা পেরেরা ২টি উইকেট নেন।

বিশ্ব একাদশের হয়ে ভালো শুরু করেছিলেন তামিম ইকবাল। এক ওভারেই তিনটি চার মেরে তিনি শুরু করেন। কিন্তু ১০ বলে ১৪ রান করে আউট হয়ে যান এই বাংলাদেশি ওপেনার। এরপর টপ ও মিডল অর্ডারে আর কেউ ভালো করতে পারেনি। শেষ দিকে এসে ডেভিড মিলার ৩২ রান করেন। আর পেরেরা মাত্র ১৩ বলে ৩২ রানের ইনিংস খেলেন। তাতে পরাজয় আটকানো যায়নি। ১৫০ রানে থেমে যায় বিশ্ব একাদশের ইনিংস।

জেএস/ ১৬ সেপ্টেম্বর ২০১৭