মেসির জোড়া গোলে বার্সার জয়


খেলার টাইমস | Published: 2017-10-02 16:45:20 BdST | Updated: 2024-05-20 15:51:13 BdST

দারুণ ছন্দে আছে বার্সেলোনা। রীতিমতো উড়ছে। এমন উড়ন্ত বার্সার ডানা যে লিওনেল মেসি। আজ রোববার স্প্যানিশ লা লিগায় টানা সপ্তম জয় তুলে নিয়েছে বার্সা। আজও জোড়া গোল করেছেন আর্জেন্টাইন তারকা। তার জোড়া গোলে ভর করে ঘরের মাঠে লাস পালমাসকে ৩-০ গোলে হারিয়েছে বার্সা। কাতালানদের হয়ে অপর গোলটি করেছেন সার্জিও বুসকেটস।

রোববার ন্যু ক্যাম্পে লাস পালমাসের বিপক্ষে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি বার্সা। তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। বিরতির পর ম্যাচের ৪৯ মিনিটে এগিয়ে যায় বার্সা। এ সময় কর্নার পায় বার্সা। কর্নার কিক নেন লিওনেল মেসি। উড়ে আসা বলে মাথা লাগিয়ে জালে জড়ান বুসকেটস। ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি। এ সময় ডি বক্সের বাইরে থেকে ডি বক্সের ভেতরে থাকা লিওনেল মেসিকে বল বাড়িয়ে দেন ডেনিস সুয়ারেজ। মেসির পায়ে থাকা বল নিতে ঝাপিয়ে পড়েন লাস পালমাসের আর্জেন্টাইন গোলরক্ষক লিয়ান্দ্রো। তাকে ঝাপিয়ে পড়তে দেখে ডানদিকে বল নিয়ে এগিয়ে গিয়ে ফাঁকা পোস্টে বল পাঠান মেসি।

৭৭ মিনিটে লিওনেল মেসি তার জোড়া গোল পূর্ণ করলে বার্সা এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। এ সময় লুইস সুয়ারেজ ডি বক্সের মধ্যে জোরের সঙ্গে বল বাড়িয়ে দেন মেসিকে। বলের সঙ্গে তাল রেখে দ্রুততার সঙ্গে মেসি এগিয়ে যান। সামনে কেবল গোলরক্ষক। তাকে ফাঁকি দিতে খুব একটা বেগ পেতে হয়নি বিশ্বসেরা ফুটবলার মেসিকে। ঠা-া মাথায় বল জালে পাঠান তিনি। মেসির পেছনে পরা গোলরক্ষক চেয়ে চেয়ে দেখেন।

বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।

এ জয়ের ফলে ৭ ম্যাচের ৭টিতেই জিতে পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সা। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সেভিয়া।

জেএস/ ০২ অক্টোবর ২০১৭