জাবি আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় ইতিহাস বিভাগ চ্যাম্পিয়ন


জাবি টাইমস | Published: 2017-11-22 02:18:47 BdST | Updated: 2024-05-20 09:10:51 BdST

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় খেলার মাঠে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় ইতিহাস বিভাগ ৩-১ গোলে ফার্মেসী বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবুল হোসেন।

এ সময় বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আমির হোসেন। প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক বশির আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক হাবিবা ইয়াসমীন মিনা।

আইএইচ/ ২১ নভেম্বর ২০১৭