ব্যালন ডি’অর মেসিকে ছুঁলেন রোনালদো


খেলার টাইমস | Published: 2017-12-08 17:19:06 BdST | Updated: 2024-05-20 12:14:06 BdST

পাঁচ বছর আগের কথা। সালটা ২০১২। লিওনেল মেসি যখন চতুর্থ ব্যালন ডি’অর জয়ের হাসি হাসছেন, তাঁর ঝুলিতে তখন মাত্র একটি ব্যালন ডি’অর। আর্জেন্টাইন জাদুকরকে ছোঁয়া তখন কেবল অসম্ভব মনে হত।

কিন্তু তিনি ক্রিশ্চিয়ানো রোনালদো, যিনি দ্বিতীয় হতে ঘৃণা করেন। অধ্যাবসায় আর পরিশ্রম দিয়ে ছুঁয়ে ফেললেন মেসিকে। ২০১৭ সালে এসে তাঁর ঝুলিতেও পাঁচ-পাঁচটি ব্যালন ডি’অর। মেসি ও নেইমারকে পিছনে ফেলে প্যারিসে গত রাতে ক্যারিয়ারের পঞ্চম ব্যালন ডি’অর জয়ের আনন্দে ভেসেছেন রিয়াল মাদ্রিদ তারকা। গত বছর ফিফা ও ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’র বিচ্ছিন্নতার পর এ নিয়ে দুইবারই পুরস্কারটি জিতে নিলেন তিনি।

এর আগে ২০০৮, ২০১৩, ২০১৪ ও ২০১৬ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন পর্তুগীজ কিংবদন্তি। গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর স্বীকৃতি স্বরূপ এবারের ফিফার বর্ষসেরা ‘দ্য বেস্ট’ পুরস্কারও উঠেছিল রোনালদোর হাতে।

টিআই/ ০৮ ডিসেম্বর ২০১৭