ঢাবিতে প্রতিবন্ধীদের জন্য ক্রিকেট টুর্নামেন্ট


টাইমস অনলাইনঃ | Published: 2017-12-18 05:29:50 BdST | Updated: 2024-05-20 19:08:09 BdST

শারিরীক প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় অন্তর্ভূক্তিকরণে উৎসাহ দিতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে “আমরাও পারি” প্রতিপাদ্য নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করে।

রবিবার সকাল ১০ টায় জগন্নাথ হল মাঠে খেলার উদ্বোধনী অনষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ড. অসীম সরকার, বিসিবির গেম ডেভলপমেন্ট অপারেশন ম্যানেজার এ ই এম কায়সার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় জাবেদ ওমর বেলিম, আইসিআরসির বাংলাদেশের প্রধান প্রতিনিধি (ভারপ্রাপ্ত) ওয়াল্টার জেন্টি।

পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে ঢাকা এবং ঢাকার বাইরের মোট ৬ টি দল “এ” ও “বি” এই দুই ভাগ হয়ে অংশগ্রহণ করবে।

গ্রুপ “এ” তে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে দূরন্ত লালমনিরহাট ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট টিম,লালমনিরহাট, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ফিজিক্যাল চ্যালেঞ্জড (বিসিএপিসি), ঢাকা ও আরদ্রিদ ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টিম, ঢাকা।

গ্রুপ “বি” তে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে সিআরপি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টিম, ঢাকা, ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশন ফিজিক্যাড় চ্যালেঞ্জড ক্রিকেট টিম, ব্রাক্ষণবাড়ীয়া ও গাজীপুর গ্লোরিয়াস ক্রিকেট ক্লাব, গাজীপুর।

শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্তিকরণে উৎসাহ দিতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) ১৭ থেকে ২১ ডিসেম্বর পাঁচদিনব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে।

 

এমএসএল