বাকৃবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও টেনিস প্রতিযোগিতার উদ্বোধন


বাকৃবি প্রতিনিধি | Published: 2018-01-15 00:35:44 BdST | Updated: 2024-05-04 14:35:54 BdST

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও টেনিস প্রতিযোগিতা শুরু হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ওই প্রতিযোগিতায় দেশের ১১ টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেয়। অংশগ্রহণকারী দলগুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। এসময় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের খেলোয়ারবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

জেডএম/ ১৪ জানুয়ারি ২০১৮