মেসিকে নিয়েই স্বপ্ন বুনছি: সাম্পাওলি


টাইমস ডেস্ক | Published: 2018-06-27 18:03:11 BdST | Updated: 2024-05-05 04:47:02 BdST

নাইজেরিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জেতার পর দ্বিতীয় রাউন্ডে অধিনায়ক মেসিকে নিয়েই স্বপ্নের বীজ বুনছেন আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলি। ম্যাচ শেষে এমন কথাই শুনিয়েছেন তিনি। আগামী ৩০ জুন দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

ফ্রান্সের সঙ্গে ম্যাচটা কিভাবে নিচ্ছেন জানতে চাইলে সাম্পাওলি বলেন, ‘ফ্রান্স বিশ্বকাপের যোগ্য দাবিদার। তাদের বেশ কয়েকজন বিশ্বমানের খেলোয়াড় রয়েছেন। তারা কঠিন প্রতিপক্ষ।’

‘তবে খেলোয়াড়রা উজ্জীবিত। বিশেষ করে ফ্রান্সের ম্যাচের জন্য মেসিকে ঘিরেই আমরা স্বপ্ন বুনছি। সে নাইজেরিয়ার বিরুদ্ধে যেভাবে খেলেছে এমনটাই যেন ফ্রান্সের সঙ্গে খেলতে পারেন সেদিকে আমরা লক্ষ্য রাখব। আমরা যেন মেসিকে বেশি বেশি বল দিতে পারি’,-যোগ করেন সাম্পাওলি।

তিনি বলেন, নাইজেরিয়ার বিরুদ্ধে সবাই নিজেদের উজাড় করে দিয়েছে, এমন ফুটবলটাই তাদের কাছ থেকে আমি আশা করি।

নাইজেরিয়ার বিরুদ্ধে এমন জয় ফ্রান্সের বিপক্ষে দলীয় পারফরম্যান্স আরো উজ্জীবিত করবে জানিয়ে সাম্পাওলির সংযোজন, ‘দল এখন ঐক্যবদ্ধ, পরের ম্যাচের জন্য আমরা নতুন প্ল্যান করব সেটাই যা মেসির জন্য সুবিধা হবে এবং নাইজেরিয়ার ম্যাচের মতো তিনি যেন জ্বলে উঠতে পারে।’

সাম্পাওলির ভাবনা জগতও এখন বহুদূর পর্যন্ত, আমাদের ভাবনাটা ইতিমধ্যে হয়ে গেছে সুদূরপ্রসারী, যেতে চাই অনেক দূর, আমরা নিজেদের স্বপ্ন পূরণে বদ্ধপরিকর। সামনের প্রতিটি ম্যাচই বাঁচা-মরা। আমার বিশ্বাস, ছেলেরা রক্তের শেষ বিন্দু দিয়ে চেষ্টা করবে ।’

দলের প্রাণভোমরা মেসির প্রশংসায় সাস্পাওলি বলেন, গোলের পর যখন লিও আমাকে জড়িয়ে ধরলো আমি ছিলাম খুব গর্বিত আর খুশি। সে আমাকে ভালো করে জানে আর আমাদের দুজনের স্বপ্ন একই।

আর্জেন্টিনা যখন জিতে তখন লিও খুশি হয়। হারলে কষ্ট পায়, কাঁদে। অনেকে বলে লিও আর্জেন্টিনার হয়ে খেলাটা উপভোগ করে না। কিন্তু আমি একমত নই।

এসএম/ ২৭ জুন ২০১৮