নেইমারকে অস্কার দেয়ার দাবি !


টাইমস অনলাইনঃ | Published: 2018-07-03 05:14:16 BdST | Updated: 2024-05-04 22:13:19 BdST

‘অভিনেতা’ হিসেবে এরই মধ্যে সুনাম কুড়িয়েছেন নেইমার। প্রতিপক্ষ খেলোয়াড়ের সামান্য ট্যাকলেও মাঠে পড়ে যান তিনি। গেল তিন ম্যাচের ছবি এ ম্যাচেও দেখা গেছে। মেক্সিকোর বিপক্ষে সামান্য আঘাতে মাটিতে লুটিয়ে পড়েছেন।


এতে যারপরনায় বিরক্ত ভার্চুয়ালবাসী। তাকে ‘পাকা অভিনেতা’ অ্যাখ্যা করে নানা আঙ্গিকে ট্রোল করছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ফাতিমা লিখেছেন, কেউ বল কেড়ে নিলেই শুয়ে পড়ছে নেইমার। ফুটবল খেলছে না, যেন সে থিয়েটারে অভিনয় করছে।

ট্রোল ফুটবল কর্তৃপক্ষ লিখেছে, তাকে কেউ স্পর্শ করা মাত্রই পড়ে যাচ্ছে। অভিনয়টা ভালোই আয়ত্ত করেছে নেইমার।

ড্যানিয়েল এতিয়াস লিখেছেন, আবারো ‘সিনেমায়’ নেইমার। যার প্রতিটি দৃশ্যে কী সাবলীল অভিনয়!

ক্যাথাল মুরে নামের একজন লিখেছেন, মাঠে দুর্দান্ত অভিনয় করছে নেইমার। অভিনয়ে কী সিদ্ধহস্ত! তাকে অস্কার দেয়া হোক। এ মুহূর্তে সে এর একমাত্র যোগ্য।

বিশ্ব চলচ্চিত্রাঙ্গনে সবচেয়ে বড় ও সম্মানের পুরস্কার অস্কার। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (AMPAS) কর্তৃক প্রদত্ত একটি বার্ষিক পুরস্কার। যেখানে রুপালি জগতের অসাধারণ পেশাদার যেমন পরিচালক, অভিনেতা এবং লেখকদের কাজকে সম্মানে ভূষিত করা হয়।

উল্লেখ্য, মেক্সিকো ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আলোচনা-সমালোচনার প্রাণ নেইমারকে ঘিরেই আবারো সোনালী ট্রফি ঘরে তোলার স্বপ্ন দেখছে সেলেকাওরা।

বিদিবিএস