শুক্রাণু কি সত্যি কমে যাচ্ছে?


Prothom-alo.com | Published: 2017-08-14 04:54:16 BdST | Updated: 2024-05-11 10:36:18 BdST

বিশ্বে নানা কারণে পুরুষদের শুক্রাণুর হার বা সংখ্যা (স্পার্ম কাউন্ট) আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। এই হারে শুক্রাণু কমে যেতে থাকলে একপর্যায়ে মানুষ বিলুপ্ত হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন গবেষকেরা। কিন্তু সত্যিই কি শুক্রাণু কমে যাচ্ছে? যার কারণে একপর্যায়ে মানুষ বিলুপ্ত হতে পারে! শুক্রাণুর হার কমার কি কোনো প্রতিকার নেই? বিজ্ঞানীরা বলছেন, এ ক্ষেত্রে একদম হতাশ হওয়ার কোনো কারণ নেই।

সম্প্রতি ব্রিটিশ অনলাইন ইনডিপেনডেন্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞানীদের দাবি, পুরুষের শুক্রাণু কমার হার প্রাকৃতিকভাবেও প্রতিরোধ করা সম্ভব। স্বাস্থ্যকর খাবার, নিয়মিত ব্যায়াম ও কম্পিউটারের সামনে বসে কাজ করার সময় কমিয়ে দিলে শুক্রাণুর হার বাড়ানো সম্ভব।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে যে হারে শুক্রাণুর হার কমে যাচ্ছে, এই হার একই থাকলে ২০৬০ সালের মধ্যে বিশ্বের অধিকাংশ পুরুষ শুক্রাণুহীন হয়ে পড়বে। এর প্রধান কারণ হলো টক্সিক জাতীয় রাসায়নিকের সংস্পর্শে থাকা ও অস্বাস্থ্যকর জীবন যাপন করা। তবে এখনো এটা বিশ্বে যুদ্ধ, দারিদ্র্য ও জলবায়ু পরিবর্তনের মতো বড় কোনো সমস্যা হয়ে দেখা দেয়নি।

ইউনিভার্সিটি অব কায়রো, দ্য ইউনিভার্সিটি অব তাসমানিয়া ও মেক্সিকোর ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের যৌথভাবে করা এক গবেষণার ফলে বলা হয়েছে, স্পিরুলিনা (অতি ক্ষুদ্র নীলাভ সবুজ শৈবাল যা অধিক পুষ্টিকর) খাবার মানুষের প্রজনন ক্ষমতাকে নাটকীয়ভাবে বাড়িয়ে তোলে।

প্রতিবেদনে বলা হয়, স্পিরুলিনার কাজ নিয়ে কয়েকটি গবেষক দল প্রাণী ও মানুষের ওপর গবেষণা করেছেন। সেখানে দেখা গেছে, স্পিরুলিনা মানুষ খাবার হিসেবে গ্রহণ করলে তাদের প্রজনন ক্ষমতা বেড়ে যাচ্ছে। একইভাবে আরেকটি দল বলছে, ষাঁড় ও মাছের ক্ষেত্রে এই স্পিরুলিনা একইভাবে কাজ করছে।

প্রতিবেদনে বলা হয়, ইঁদুর-জাতীয় প্রাণীর ওপর একইভাবে আরেকটি দল ল্যাবরেটরিতে গবেষণা করেছেন। তাঁরা বলছেন, স্পিরুলিনা তাদের শুক্রাণু সংরক্ষিত রাখে। এ কারণে তাদের প্রজনন ক্ষমতা বেশি থাকে। মার্কারি, আর্সেনিক ও কার্সিনোজেন বেনজো-আলফা পাইরিন-জাতীয় রাসায়নিকের কারণেই শুক্রাণু কমে গিয়ে প্রজনন ক্ষমতা কমে যায়।

অন্য আরেকটি গবেষণায় বলা হয়েছে, ইঁদুরের শরীরে কেমোথেরাপির প্রভাব কমাতে স্পিরুলিনা কাজ করে। এ ক্ষেত্রে শরীরে গামা রশ্মির প্রভাব থেকে তাদের প্রজনন ক্ষমতাকে অক্ষুণ্ন রাখতে পারে স্পিরুলিনা।

তবে বিজ্ঞানীরা বলছেন, খাবার হিসেবে স্পিরুলিনা খেলেই যে মানুষের প্রজনন ক্ষমতা বেড়ে যাবে বা শুক্রাণু কমার হার প্রতিরোধ করা যাবে—তা হলফ করে বলা যাচ্ছে না। এ নিয়ে বিস্তর গবেষণা হয়নি। তাই এসব নিয়ে আরও অনেক গবেষণার প্রয়োজন রয়েছে।

শুক্রাণুর হার কমা নিয়ে এর আগের গবেষণায় বলা হয়েছিল, শুক্রাণুর সংখ্যা কমে যাওয়ার সঠিক কারণ ও তাঁর প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে কীটনাশক ও প্লাস্টিকের সংস্পর্শে থাকা, স্থূলতা, ধূমপান, মানসিক চাপ, খাদ্যাভ্যাস—এমনকি মাত্রাতিরিক্ত টেলিভিশন দেখার সঙ্গে এই শুক্রাণুর সংখ্যা কমে যাওয়ার সম্পর্ক রয়েছে।

এমএসএল/১৩ আগস্ট ২০১৭