অসামাজিক আচরণের দায়ে ইংল্যান্ডে ৫৮ শিক্ষার্থীকে জরিমানা


Dhaka | Published: 2019-11-30 10:41:50 BdST | Updated: 2024-07-09 02:42:28 BdST

অসামাজিক আচরণের কারণে ইংল্যান্ডের দুইটি বিশ্ববিদ্যালয়ের ৫৮শিক্ষার্থীকে জরিমানা করেছে কুইন্স ইউনিভার্সিটি এবং আলস্টার ইউনিভার্সিটি।

বিশ্ববিদ্যালয়  দুইটির প্রায় এক হাজার শিক্ষার্থী বেলফাস্টের হলি ল্যান্ড এলাকায় বসবাস করেন। এই এলাকার মানুষ  ১১৩ জন শিক্ষার্থীর নামে দুটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অসামাজিক আচরণের  অভিযোগ দাখিল করেন।

তারই ফলশ্রুতিতে বিশ্ববিদ্যালয় তদন্তের পর ৫৮ শিক্ষার্থীকে জরিমানা করল। যার মধ্যে কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ৩৩ জন এবং আলস্টার ইউনিভার্সিটির ২৫ জন শিক্ষার্থী।

২০১৮ সালে ২০০ শিক্ষার্থী কে সতর্ক করা হয়েছিল।

এই এলাকায় বসবাসকারী শিক্ষার্থীদের নামে নিয়মিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নানান অভিযোগ জমা হয়। তারই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিয়মিত সতর্ক করা হয়।

২০১৮ সালের মতই ২০১৯ সালেও এই এলাকায় বসবাসকারী কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় ও আলস্টার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নামে অভিযোগ জমা হয়েছে।