শিশুদের জন্য লকডাউন শিথিল করছে স্পেন


টাইমস ডেস্ক | Published: 2020-04-26 20:52:15 BdST | Updated: 2024-06-29 12:26:55 BdST

মহামারী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কয়েক সপ্তাহ ধরে চলা লকডাউন শিশুদের জন্য শিথিল করেছে ইউরোপের দেশ স্পেন।

আগামী ২ মে থেকে ১৪ বছরের কম বয়সী শিশুরা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে এক ঘণ্টার জন্য বাইরে থাকতে পারবে।

স্প্যানিশ চিলড্রেনস রাইটস কোয়ালিশনসহ শিশু অধিকার নিয়ে কাজ করা কয়েকটি সংগঠন লকডাউনের ফলে কোমলমতিরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আশংকার কথা জানিয়েছিল।

বিষয়টি বিবেচনায় এনে স্প্যানিশ সরকার শিশুদের জন্য লকডাউনের বিধিনিষেধ কিছুটা শিথিল করবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

করোনায় মৃত্যুসংখ্যা কমতে থাকলে মে মাসের দ্বিতীয়ার্ধে এ শিথিলতা আরো বাড়ানোর কথা ভাবছে দেশটির সরকার।

নতুন নির্দেশনায় বলা হয়, স্পেনে অনূর্ধ্ব-১৪ বছর বয়সী ৬৩ লাখ শিশু রয়েছে। এরা সাইকেল বা স্কেটবোর্ড নিয়েও বাইরে বের হতে পারবে, তবে কোনোভাবেই বাড়ি থেকে এক কিলোমিটারের বেশি দূরে যেতে পারবে না। এছাড়া বড় বড় পার্ক সব বন্ধই থাকবে।

করোনাভাইরাসে স্পেনে এখন পর্যন্ত ২২ হাজার ৯০২ জনের প্রাণহানি ঘটেছে এবং আক্রান্ত হয়েছে দুই লাখ ২৩ হাজার ৭৫৯ জন।