জবির নতুন ক্যাম্পাসের জন্য ৩৪৬ কোটি টাকা অনুমোদন


Desk report | Published: 2024-06-28 11:06:23 BdST | Updated: 2024-06-30 21:25:04 BdST

আসন্ন ২০২৪-২৫ অর্থবছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস প্রকল্পের মূল বাজেট ৩৪৬ কোটি ১২ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের সভাপতিত্বে ৯৬ তম সিন্ডিকেট সভায় প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় এই তথ্য জানানো হয়।

বাজেট উপস্থাপনের সময় কোষাধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরী বলেন, ২০০৫ সালে প্রতিষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে “জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন” প্রকল্প দ্রুত সম্পন্ন করার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি দৃষ্টিনন্দন ও আন্তর্জাতিক মানের ক্যাম্পাস প্রতিষ্ঠার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। তাঁর নির্দেশনা মোতাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম উক্ত প্রকল্প বাস্তবায়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন।

কোষাধ্যক্ষ হুমায়ুন কবির বলেন, প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ১৯২০ কোটি ৯৪ লক্ষ ৩৯ হাজার টাকা, যার মধ্যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২০২৩-২৪ অর্থ বছরের সংশোধিত বাজেট ১২২ কোটি ৬১ লক্ষ টাকা এবং ২০২৪-২৫ অর্থ বছরের মূল বাজেট ৩৪৬ কোটি ১২ লক্ষ টাকা অনুমোদন দেওয়া হয়েছে।

বাজেট উপস্থাপনের সময় কোষাধ্যক্ষ বলেন, উপাচার্যের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরের সংশোধিত বাজেটে ইউজিসি হতে পারিতোষিক বাবদ ৪ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। এ ছাড়া বাজেটে সেবা সহায়তা বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।

এদিকে আসন্ন অর্থবছরে মেধাবৃত্তির জন্য ১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে যা পূর্বে ছিল ৬৫ লক্ষ টাকা। পরিবহনে ৩ কোটি ৮০ লক্ষ, লাইব্রেরির জন্য ২৭ লক্ষ (পূর্বে ছিল ৭ লক্ষ) টাকা বরাদ্দ রাখা হয়েছে। শিক্ষা সফর, দান/অনুদান, অনুষ্ঠানাদিতেও বরাদ্দ বাড়ানো হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে সেবা সহায়তায় বরাদ্দ ছিল মোট বাজেটের ৩.০৮% (৫ কোটি ১ লক্ষ ৭০ হাজার টাকা)। সেখানে ২০২৪-২৫ অর্থবছরে ৭ কোটি ২ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে যা মোট বাজেটের বরাদ্দের ৩.৫০ %।