রাবিতে ছিনতাই

'আপনাদের প্রোটেকশন দিলে, আমাদের প্রোটেকশন কে দেবে?'


Abu Saleh Shoeb | Published: 2024-06-27 16:36:39 BdST | Updated: 2024-06-30 16:51:58 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চারুকলা সংলগ্ন পুলিশ ফাঁড়ির কাছে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী শিক্ষার্থী পুলিশ সদস্যদের কাছে সাহায্য চাইতে গেলে তারা বলেন, 'আপনাদের প্রোটেকশন দিলে, আমাদের প্রোটেকশন কে দেবে?'

বুধবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে চারুকলা অনুষদ সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। রাতেই অভিযান চালিয়ে ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোবারক পারভেজ এই তথ্য নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম জিহাদ মোল্লা। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে গ্রেপ্তারকৃত ছিনতাইকারীর নাম রাহাত। তার বাড়ি নগরীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পাশে।

ভুক্তভোগী জিহাদ মোল্লা জানান, রাতে চারুকলা অনুষদের রাস্তা দিয়ে হাঁটার সময় এক ছিনতাইকারী অতর্কিত হামলা চালায় এবং তার গলায় ছুরি ধরে। তার কাছে থাকা টাকা ও স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে নেয় ছিনতাইকারী এবং তার বিকাশে থাকা টাকাও নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয় ছিনতাইকারী। পুলিশ সদস্যদের কাছে সাহায্য চাইতে গেলে তারা বলেন, 'আপনাদের প্রোটেকশন দিলে, আমাদের প্রোটেকশন কে দেবে?'

তবে যোগাযোগ করা হলে সাহায্য করতে অপারগতা প্রকাশের বিষয়টি অস্বীকার করেন চারুকলা সংলগ্ন পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত পুলিশ সদস্যরা। তারা বলেন, ওই শিক্ষার্থী আমাদের কাছে সাহায্য চাওয়ার পরপরই আমরা আমাদের উর্ধ্বতন কর্মকর্তাদের ছিনতাইয়ের বিষয়টি অবগত করেছি।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আসাবুল হক বলেন, ছিনাতাইয়ের শিকার শিক্ষার্থী থানায় অভিযোগ করেছে। এ ঘটনায় পুলিশকে রাতেই ব্যবস্থা নিতে বলা হয় এবং তারা ছিনতাইকারীকে আটক করেছে। ক্যাম্পাসে ছিনতাই রোধে আরও তৎপরতা চালানো হচ্ছে।