যে দেশের প্রধানমন্ত্রী-মন্ত্রীরা করোনায় আক্রান্ত


টাইমস ডেস্ক | Published: 2020-04-30 21:40:54 BdST | Updated: 2024-06-29 12:04:37 BdST

মহামারি করোনায় আক্রান্ত হচ্ছেন লাখ লাখ মানুষ। প্রতিদিন প্রাণ হারাচ্ছেনও অসংখ্যজন। সে তালিকা থেকে বাদ গেলেন না গিনি বিসাউয়ের প্রধানমন্ত্রীও।

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন গিনি বিসাউয়ের প্রধানমন্ত্রী নুনো গোমেজ না বিয়াম। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেশটির জনস্বাস্থ্যমন্ত্রী আন্তোনিও দেউনা জাতীয় টেলিভিশনে এক ঘোষণায় এ খবর জানান। চীনা বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

কমিউনিটি ট্রান্সমিশনের কারণে প্রধানমন্ত্রী সংক্রমণের শিকার হয়েছেন বলে জানান দেউনা। দেশটিতে সরকারের প্রথম ব্যক্তি হিসেবে কোভিড-১৯ রোগে আক্রান্ত হলেন বিয়াম। এছাড়া আরও তিন মন্ত্রীর করোনা শনাক্তের খবরও নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত শনিবার করোনায় প্রথম মৃত্যু হলে গিনি বিসাউয়ে ১১ মে পর্যন্ত জরুরি অবস্থার সময় বাড়ানো হয়। আগের দিন একাধিক মন্ত্রী ও সরকারি কর্মকর্তার করোনা পরীক্ষা করা হয়।