করোনা মোকাবিলায় দ. কোরিয়াকে অনুসরণ করুন


টাইমস ডেস্ক | Published: 2020-05-01 23:58:36 BdST | Updated: 2024-06-29 12:03:59 BdST

মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় দক্ষিণ কোরিয়াকে অনুসরণের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ সময় করোনা মোকাবিলায় সবাইকে একসাথে কাজ করার পরামর্শ দেন তিনি।

দক্ষিণ কোরিয়ার নেয়া পদক্ষেপকে গ্রিন ডিল বলছে জাতিসংঘ। গুতেরেস বলছেন, দক্ষিণ কোরিয়ার গৃহীত পদক্ষেপকে সবার অনুসরণ করা উচিত। কোরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেন্টেশন দেয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি। শনাক্তদের ৪ জন বহিরাগত। তবে শুক্রবারে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৯ জন, এতে করে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৭৭৪ জন। মোট মৃতের সংখ্যা ২৪৮ জন।

মার্চের শুরুর দিকে দক্ষিণ কোরিয়ায় প্রতিদিন আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৫০০ কিন্তু এ সংখ্যা এপ্রিলে নেমে আসে দৈনিক শ’ খানেকের কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অনুমোদিত টেস্টিং পদ্ধতি অনুসরণ করেছে দক্ষিণ কোরিয়া। অপরদিকে যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব কৌশল অবলম্বন করেছে বলে বলছে ডব্লিউএইচও।

টিআর/ ০১ মে ২০২০