চার অঙ্গরাজ্যের ফলাফলে নির্ধারিত হবে মার্কিন প্রেসিডেন্ট


টাইমস ডেস্ক | Published: 2020-11-06 18:30:06 BdST | Updated: 2024-04-28 09:52:01 BdST

ভোট গ্রহণের দু’দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নিশ্চিত নয় কে হচ্ছেন বিশ্বের অন্যতম পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। এখন পর্যন্ত দেশটির বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প থেকে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বিশাল ব্যবধানে এগিয়ে থাকলেও প্রতিদ্বন্দ্বিতা এতোটাই বেশি যে শেষ হাসিটা যে কার হবে তা স্পষ্ট করে বলতে পারার উপায় নেই।

প্রেসিডেন্ট হতে প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোটের দৌঁড়ে এখন পর্যন্ত জো বাইডেন পেয়েছেন ২৬৪ এবং ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি। ৫০টি ইলেক্টোরাল কলেজ ভোটে স্পষ্ট এগিয়ে রয়েছেন বাইডেন।

এমন অবস্থায় সময় যত গড়াচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের অপেক্ষা ততই দীর্ঘায়িত হচ্ছে। এখনো ৫টি অঙ্গরাজ্যের ফলাফল ঘোষণা করা বাকি।

তবে মূল সমীকরণ অপেক্ষা করছে অ্যারিজোনা, জর্জিয়া, নেভাদা ও পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ভোটের ফলাফলের ওপর। এমনটাই জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

যার মধ্যে জর্জিয়ায় চলছে হাড্ডাহাড্ডি লড়াই। রাজ্যটিতে ৯৯ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে এবং তাতে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে থাকলেও মাত্র দশমিক ২ শতাংশ ভোটে পিছিয়ে আছেন নির্বাচনে এখন পর্যন্ত প্রেসিডেন্ট হবার দৌড়ে এগিয়ে থাকা জো বাইডেন। এই রাজ্যে জয় পেলে ১৬টি ইলেক্টোরাল ভোট পকেটে পুরে হোয়াইট হাউসের নতুন বাসিন্দা হবেন তিনি।

ট্রাম্প শিবিরে এখন জর্জিয়া হারানোর শঙ্কা। নর্থ ক্যারোলাইনা এবং পেনসিলভানিয়ায় এখনো বেশ শক্ত অবস্থান ধরে রেখেছেন ট্রাম্প। তবে এক নিমিষেই বাইডেনকে প্রেসিডেন্ট করে দেবার মতো আশা এখনো টিকিয়ে রেখেছে নেব্রাস্কা অঙ্গরাজ্য। রাজ্যটিতে ৭০ শতাংশ ভোট ইতিমধ্যে গণনা হয়েছে এবং তাতে পিছিয়ে আছেন ট্রাম্প। এই অঙ্গরাজ্যটির ৬টি ইলেকটোরাল ভোট জিতলে নিশ্চিন্তেই হোয়াইট হাউসে পা রাখবেন বাইডেন।

এখন পর্যন্ত এবারের মার্কিন নির্বাচন যে নাটকীয়তার পূর্বাভাস রেখে শুরু হয়েছিলো, ঠিক সে পথেই রয়েছে। নির্বাচনের দিন বাইডেন এবং ট্রাম্প নিজেদের বিজয়ী হিসেবে ঘোষণা করেছেন। হারতে পারেন এমন শঙ্কা থাকা অঙ্গরাজ্য গুলোতে ভোট গণনা বন্ধে আদালতের দ্বারস্থ হয়েছে ট্রাম্প শিবির। এরপরও ভোট গণনা চলছে, ফেসবুক-টুইটার পোস্টে হুঙ্কার ছেড়েছেন ট্রাম্প; বারবার দাবি তুলেছেন ভোট গণনা বন্ধের।

ধারণা করা হচ্ছে: ফল আসতে বাকি থাকা পাঁচটি অঙ্গরাজ্যের মধ্যে যেটিতেই হারবেন, সেটিরই ফল বাতিলে আদালতে যাবেন ট্রাম্প।